পরীক্ষামূলকভাবে খুচরো ক্ষেত্রে ডিজিটাল মুদ্রা চালু

 নিউজ ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক আজ পরীক্ষামূলকভাবে খুচরো ক্ষেত্রে ডিজিটাল মুদ্রা চালু করেছে। পাইলট প্রজেক্টে পর্যায়ক্রমে ৮ টি ব্যাঙ্ক সামিল হবে। বৈধ টোকেন হিসাবে মিলবে এই ডিজিটাল রুপি। কাগজের টাকা যে অঙ্কে পাওয়া যায়, সেই অঙ্কেই #RBI ডিজিটাল মুদ্রা আনবে। নির্দিষ্ট ব্যাঙ্কের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমেই এর লেনদেন করা যাবে। প্রথম পর্যায়ে যে চারটি ব্যাঙ্ককে বেছে নিয়েছে সেগুলি হল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। আপাতত মুম্বই, নতুন দিল্লী, ব্যাঙ্গালুরু এবং ভুবনেশ্বরে চালু হল খুচরো ডিজিটাল রুপি।

error: Content is protected !!