বই পার্বণ – ড. সমিত ঘোষ

ড.সমিত ঘোষ
   বিশিষ্ট ইতিহাস গবেষক

বই পার্বণ – ড. সমিত ঘোষ: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণের মধ্যে অন্যতম বইমেলা। বইমেলা শুধু আজ আর বইকে নিয়ে মেলা নয়। অনেকগুলো আইটেমের মধ্যে বইও একটা আইটেম হিসেবে এখন গণ্য হয়। যেমন- বইমেলায় এখন ক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পর্কিত স্টল থাকে, আগামী দিনে সরকার কি কি করতে চায় সেই সব জনমুখী প্রকল্পকে নিয়ে একগুচ্ছ ভাবনাও থাকে, থাকে বহুজাতিক বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, সরকারি স্টল থাকে, তেলেভাজার দোকান , বার্গার, প্যাটিস, পেস্ট্রি, রোল, ফুচকা এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার প্রকল্প নিয়ে সরকারি স্টল থাকে। সেলফি জোন, টক শো, ছবির প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রকাশ, সান্ধ্য আড্ডা এবং অবশ্যই বই নিয়ে সাত দিনের বই যাপন -এর কাহিনী আবর্তিত হয় বইমেলাকে নিয়ে। বইমেলার সবচেয়ে বড় আকর্ষণ জেলার সাহিত্যিক, গবেষক, কবি, প্রাবন্ধিক, নাট্যকার, শিল্পী, সাংবাদিক সকলকে একসাথে বেঁধে একটি লিটিল ম্যাগের স্টল থাকে। চা কফির তুফান তুলে আড্ডা তর্ক-বিতর্ক এও বইমেলার এক অমোঘ আকর্ষণ। আট বছরের শিশু আশি বছরের দাদু বা ঠাকুরদার হাত ধরে বইমেলায় এসে, স্টল ঘুরে মেলা শেষে দু-চারটে বই নিয়ে যখন বাড়ি ফেরে এটাই বাঙালির চিরন্তন আবেদন ।বইমেলা যেন হয়ে ওঠে এক মহা মিলনক্ষেত্র। আসলে বই মানুষের সাথে সারা জীবন মিত্রতাই করে চলে। বই পড়ে কখনো শত্রুতা বৃদ্ধি পায় না বরং মিত্রতাকে আরো কিভাবে বন্ধনে আবদ্ধ করা যায় তারই পাঠ দেয়। জ্ঞান, সঞ্চয়, শক্তির আধার হচ্ছে বই। মেরুদন্ড সোজা রেখে চলার শিক্ষাও বই ই দেয়।

(মতামত নিজস্ব)

error: Content is protected !!