‘নিউজলপাইগুড়ি’র রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু

নিউজলপাইগুড়ি’: উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ‘নিউজলপাইগুড়ি’র রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। স্টেশনটিকে বিশ্বমানের ও আধুনিক সুযোগ সুবিধাযুক্ত করে তোলার জন্য ৩৩৪ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক। ২০২৫ সালের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন, উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতেই এই উদ্যোগ।
প্রতিদিন গড়ে ৩৬ হাজার যাত্রী যাতায়েত করেন, এই স্টেশন দিয়ে।
অতিরিক্ত ভিড় এবং তা থেকে দুর্ঘটনা এড়াতে ৭২ মিটার লম্বা ও ৮২ মিটার চওড়া সেন্ট্রাল এয়ার স্পেস, এস্কেলেটর, লিফট পার্কিং জোন সহ বিভিন্ন সুযোগ- সুবিধা রাখার ব্যবস্থা করা হচ্ছে।
error: Content is protected !!