সৃষ্টি সুখের মিলনস্থল বইমেলা – রঞ্জন হালদার

রঞ্জন হালদার

চিত্র শিল্পী

 

বইমেলা: এখনকার সময়ে দাঁড়িয়ে এই যান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে একটা স্মার্ট ফোন পুরোপুরি পৃথিবীকে হাতের মুঠো এনে দিয়েছে , সেখানে বইমেলা যেন একটা কৌতূহলের বিষয় । কিন্তু এখনো আমি হলফ করে বলতে পারি যে বইমেলা প্রত্যেক ব্যক্তির, পাঠক ও শিশুদের কাছে একটা আবেগ ।
আমার মনে পড়ে, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমাদের এই প্রিয় শহরের গঙ্গারামপুর হাইস্কুলে বইমেলা হয়েছিল । তখন ছিল না কোনো যান্ত্রিক সংযোগ পাঠকের মধ্যে । এখনো চোখের সামনে জ্বলজ্বল করে সেই অনুভূতি; সারিসারি বই ,তাদের আলাদা আলাদা স্বাদ ও নতুন নতুন রূপ ।
আমার মতে বইমেলা শুধু বইমেলা বলে নয়, আমি মনে করি এই মেলায় আমাদের ফেলে আসা অতীত, চলমান বর্তমান আর সুদূর ভবিষ্যতের সঙ্গে আলাপ করায় প্রতিটা বই । যেখানে শুধু তৃষ্ণার্ত পাঠক হয়ে অমৃত সাগরে ঝাঁপিয়ে পড়তে হয়। আর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, প্রত্যেক বইয়ের সাথে যুক্ত থাকে এক একজন চিত্রশিল্পী, তাদের তুলির টানে সেজে ওঠে প্রচ্ছদ – অলংকরণ । তাই এটি শুধু মেলা বললে ভুল হবে বরং বলা যায় “এই মেলা যেন শিল্প ও শিল্পীর সৃষ্টি সুখের মেলবন্ধনের মিলনস্থল ।”

(মতামত নিজস্ব)

error: Content is protected !!