পরীক্ষামূলক ভাবে কমলালেবুর চাষ করে চমক

গঙ্গারামপুর : গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত উদয় গ্রাম পঞ্চায়েতের নাকুইড় গ্রামের বাসিন্দা সুকুর মোহাম্মদ সরকার প্রথাগত চাষবাসের পাশাপাশি পরীক্ষামূলক ভাবে সফল কমলালেবুর চাষ করে চমক সৃষ্টি করেছেন। তার এই সফল কমলালেবুর চাষ দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

সুকুরবাবু দীর্ঘদিন ধরে স্বাভাবিক চাষবাসের পাশাপাশি বিকল্প চাষ করে থাকেন।
সেইমতো তিনি এবারে পরীক্ষামূলকভাবে কমলালেবুর চাষ করে সকলের নজর কেড়েছেন।
বাড়ির পুকুর সংলগ্ন এলাকায় গত দুই বছর আগে বেশ কয়েকটি কমলালেবুর উন্নত প্রজাতি চারা রোপন করেন। এর মধ্যে বেশ কয়েকটি গাছে বিশালাকার কমলালেবু ধরেছে।


কমলালেবু ধরা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হল, এই কমলালেবুর গুণগত মান এবং স্বাদ দার্জিলিঙের কমলালেবুর মত।সুকুর মোহাম্মদ সরকারের এই কমলালেবুর স্বাদে মজেছেন স্থানীয় বাসিন্দা সহ বিশিষ্ট জননেরা।


দক্ষিণ দিনাজপুর জেলার সমতল ভূমিতে কমলালেবু চাষ ও গাছ দেখতে প্রতিনিয়ত ভিড় জমাত স্থানীয় গ্রামবাসী থেকে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা।

error: Content is protected !!