শীতের বইমেলা যেন পৌষ পার্বণ – দিব্যেন্দু সরকার

দিব্যেন্দু সরকার

সাহিত্যিক

 

 বইমেলা: শীত আর বইমেলা দুটো একসাথে ভাবলেই অদ্ভুত রোমাঞ্চ। এবার জেলা বইমেলা আমাদের গঙ্গারামপুর শহরে এটা ভেবে ভেবেই শিহরণ। আহা! বই শীতফুলের মতো ওৎ পেতে থাকবে রোদে। এই মেলে ধরাই তো মেলা। প্রকাশে যে আনন্দ আছে তা আর কিচ্ছুটিতে নেই। মেলা মানেই উৎসব। বইমেলা আমাদের শীতের পৌষ পার্বণ ।
ওই শীত সকালে উঠে হাঁটতে হাঁটতে পার্কে গিয়ে বসবার বয়েসটা যখন ফুরোয় অথবা চৈত্রের শনশন উদাসী দুপুর.. আটপৌর গৃহবধূর বুকের ভেতর ফাঁকফাঁকা লাগে তখন বই ছাড়া আর কিছুই কাছের হয় না। বুকের উপর মাথা রাখে বই – ই। আফটার অল বই হলো হলো আমাদের আল্টিমেট ফ্রেড।
ঠেকে শেখবার অনুভূতি নয়, টিভি, কম্পুট্যার, স্মার্ট ফোন এগুলো কিছুই বইয়ের বিকল্প নয়। শিক্ষক হিসেবে দেখেছি অন লাইন ক্লাস কিছুতেই ছাপা বইয়ের বিকল্প হয়ে ওঠে নি।
একবার একটা লাইব্রেরিতে ঢুকে দেখি আলমারি বোঝাই বই চারদিকে। ভরদুপুরে পাঠক নেই। খুব মায়া হলো ওদের ধুলোমাখা বন্দীদশা দেখে। বই পড়ার অভ্যেসটা যে খুব দরকার সুস্থ সংস্কৃতির জন্য, সুস্থ জীবনের জন্য।

আসুন সবাই, এই বইমেলার বইয়ের পাতা খুলে উল্টে পাল্টে দেখি, বই কিনি, সাথে করে নিয়ে যাই আমাদের অলটাইম সাথীকে। জামাকাপড় পুরোনো হবে, বই কিছুতেই নয়। দক্ষিণ দিনাজপুর বইমেলা – ২০২২ সফল হোক।

(মতামত নিজস্ব)

 

error: Content is protected !!