রাত পোহালেই ২৭ তম জেলা বইমেলা গঙ্গারামপুরে

গঙ্গারামপুর: রাত পোহালেই ২৭ তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গারামপুরে। বইমেলার ঠিক আগ মুহূর্তে জোর কদমে চলছে বইমেলার প্রস্তুতি। জোড় গতিতে চলছে স্টল ও মূলমঞ্চ নির্মাণের কাজ। বিভিন্ন প্রকাশনীর স্টল, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বইমেলার দিনগুলি মুখরিত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।


২০১৮ সালের পর এবারে ২০২২ সালে গঙ্গারামপুর নিউমার্কেট এলাকায় বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই বইমেলাকে নিয়ে জেলা জুড়ে বইপ্রেমীদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়েছে।

এবছর প্রায় ৭০ টি স্টলে কলকাতার নামী প্রকাশনী সংস্থার বই থাকছে। লিটল ম্যাগাজিনের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মূলমঞ্চ রয়েছে।এসবের নির্মাণের কাজ জোড় গতিতে চলছে। প্রতিনিয়ত বইমেলার প্রস্তুতির পর্বের কাজ খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকেরা সহ গঙ্গারামপুর পুরসভার কর্মকর্তারা।
১৪ ডিসেম্বর দুপুরে রাজ্যের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে বইমেলার উদ্বোধন হতে চলেছে।

error: Content is protected !!