বন্ধুর খোঁজে বইমেলা – ড: অনিরুদ্ধ গুহ


ড: অনিরুদ্ধ গুহ
চিকিৎসক ও সাংস্কৃতিক কর্মী

 

বইমেলা: অবশেষে শবরীর প্রতীক্ষার অবসান। ২৭ তম জেলা বইমেলা প্রিয় শহর গঙ্গারামপুরে। নদীকেন্দ্রিক সভ্যতাকে যে সমস্ত উপাদান এগিয়ে নিয়ে চলে, প্রবহমান কাল থেকে, তার অন্যতম উপাদান বই।
কলকাতা কলেজ স্ট্রিট যেন সাত দিনের জন্য বাড়ির পাশে উঠে আসে। একজন উৎসাহী পাঠক আনন্দিত হয়ে পড়ে নতুন বইয়ের গন্ধ পেতে।
” লাইব্রেরীতে পাঠক সংখ্যা কমে যাচ্ছে ক্রমশ” প্রতিনিয়ত এই কথাগুলো শুনে আসছি আমরা। এই দুঃসংবাদ একজন পাঠককে কষ্ট দেয় ও ভাবিত করে ।আবার আমরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়ি বইমেলার জনসমাগমে; এক মিলন মেলার সাক্ষী রই আমরা।

বইমেলা কি শুধুই বই বিক্রির মেলা? বই পাগলারা বলে থাকেন এই মেলা পাঠকের তীর্থক্ষেত্র। জটিল জীবনচক্র ও ভঙ্গুর সম্পর্কের টানা পোড়েনে এক পরম মিত্ররূপে দেখা দেয় বই। বন্ধু হয়ে পাশে দাঁড়ায়।
এই বন্ধু প্রতিবছর জেলা বইমেলা রূপে এগিয়ে আসে। শত ব্যস্ততার মাঝেও এই বন্ধুকে খুঁজে নিতে হয়। আমার এই খোঁজ শুরু হয় ১৯৮৪ সালে কলকাতা পুস্তক মেলা দিয়ে। এখনো খুঁজে চলেছি বন্ধুকে ।
লিটল ম্যাগাজিনের একনিষ্ঠ কর্মী হিসেবে জনগণের নিকট অনুরোধ, বইমেলাতে আসুন,আপনার নতুন বন্ধুকে খুঁজতে।

(মতামত নিজস্ব)

error: Content is protected !!