বই মেলা- চিন্তার স্বাধীন ক্ষেত্র-সুদেব সরকার

 

সুদেব সরকার
গবেষক

 

বই মেলা: চিন্তার আভ্যন্তরীণ অর্থ বিশ্লেষণ করতে হলে যথাযথ জ্ঞানের প্রয়োজন হয়। এই জ্ঞান মানুষের মধ্যে বিভিন্ন ধারায় ও বিভিন্ন মাধ্যমে আসতে পারে ঠিকই কিন্তু সেই জ্ঞানের মধ্যে যদি সঠিকভাবে যৌক্তিকতা না থাকে তাহলে তা কু-চিন্তার জন্ম দেয়। আর শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা কু-চিন্তা থেকে সবসময় দূরে থাকে। তাই কু-চিন্তা থেকে মুক্তি পেতেই আমাদের একমাত্র ভরসা বই পড়া ও দেখা যা বইমেলাতে সঠিকভাবে পর্যালোচনা করা যায়। মানুষ হয়ত প্রতিদিন বই পড়াশুনা করেনা ঠিকই কিন্তু বইমেলায় মানুষ তার চিন্তনের সেল্ফকে এতোটাই স্বাধীনতা দিয়ে থাকে যে সেখানে একসাথে ও একই সময়ে শতাধিক ধারণা বাস্তবের সাথে মিলিয়ে মিশিয়ে চিন্তার এক স্বাধীন ক্ষেত্র তৈরি করে যা জীবনে বাঁচার রসদ যোগায় এবং আনন্দ প্রদানে সক্ষমতা তৈরি করে। তাই বিখ্যাত ইংরেজি দার্শনিক ও রচনাকার ফ্রান্সিস বেকন তার Of Studies লেখাতে বলেছেন যে “Studies serve for delight, for ornament and for ability”। সত্যিই তো বই না পড়লে মনের খিদা কিভাবে মিটবে? তাই বই অবশ্যই আনন্দের সাথে পড়া উচিত তা না হলে পণ্ডিত চাণক্যের সেই বিখ্যাত শ্লোকটির অর্থ অনর্থের দিকে চলে যাবে-
রূপ যৌবন সম্পন্ন বিশাল কুল-সম্ভবা।
বিদ্যা হীনা ন শোভন্তে নির্গন্ধ এবং কিংসুকা।।
অতএব বইমেলা প্রকৃতার্থে মানুষের মুক্ত চিন্তার ক্ষেত্র যেখানে সকল মানুষের চিন্তনের স্বাধীনতা মেলে। যেসব আগ্রহী পড়ুয়া বইমেলাতে গিয়ে বিভিন্ন ধরনের বইয়ের সানিদ্ধ্য গ্রহণ করে তারা আর যাই করুক একরাশ ধারণা, জ্ঞান ও আনন্দ বয়ে নিয়ে বাড়িতে আসে যা অন্য কোন ক্ষেত্রে কোনভাবেই সম্ভব হয় না। তাই বইমেলা শুধু বইপ্রেমীদের জ্ঞান উৎসব নয় বরং সাধারন কম বেশি মানুষের মুক্ত চিন্তার স্বাধীন ক্ষেত্র।

error: Content is protected !!