বই ভাবনা – গুরুদাস বিশ্বাস

গুরুদাস বিশ্বাস

সাহিত্যিক

 

বই ভাবনা: অনন্ত বিশ্বে জ্ঞান ও ভাবের এক অপূর্ব সমন্বয় হলো বইমেলা। ১৮০২ সালে সর্বপ্রথম নিউইয়র্কে বইমেলার পূর্ণাঙ্গ আসর বসে। যার উদ্যোক্তা ছিলেন ম্যাথু কেরি। এরপর গুটিগুটি পায়ে গোটা বিশ্বের দরবারে এক অন্যতম স্বতন্ত্রতা প্রকাশে সক্ষম হয়েছে এই গ্রন্থমেলা। এখন অনায়াসে বলা যায় বিশ্বের যে কোনো দেশের সভ্যতা, সংস্কৃতি রক্ষার্থে বইমেলার গুরুত্ব সীমাহীন। বছর পর বছর সাহিত্য, শিল্প, সংস্কৃতির বাহক হিসাবে কাজ করে চলেছে। যে কোনো দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে আমাদের মেলবন্ধন ঘটিয়ে দেয় এই বইমেলা। শুধু বই ক্রয়, বিক্রয় নয়, এই গ্রন্থমেলা ক্রেতা, বিক্রেতা, আলোচক, সমালোচক, কবি, সাহিত্যিক এবং সংস্কৃতি প্রেমীদের সাথে মেলায় আগত আপামর পাঠক থেকে জনসাধারণের মধ্যে এক নব জ্ঞান মিশ্রিত ভাবের জন্ম দেয়, যা চলমান জীবনের পাথেয়। এক কথায় বলা যায় কোটি কোটি জ্ঞানান্বেষী মানুষের মিলন তীর্থ এই বইমেলা।
পরিশেষে ভিনসেন্ট স্টারেটের কথা বলতেই হয়- ‘when we buy a book we buy pleasure’

error: Content is protected !!