মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচি পালন করলেন সভাধিপতি লিপিকা রায়

দক্ষিণ দিনাজপুর: দলীয় নির্দেশ মত দক্ষিণ দিনাজপুর জেলার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচি পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ।বৃহস্পতিবার সারাদিন জুড়ে বংশীহাড়ি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত কর্মসূচি পালন করেন জেলা পরিষদের সভাধিপতি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশীহাড়ি ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, সহ-সভাপতি গনেশ প্রসাদ, মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরজাহান খাতুন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

 

এদিন মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। এলাকার বিভিন্ন মন্দিরে পুজো দেন ।সেই সঙ্গে স্থানীয় এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনে প্রয়োজনীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন লিপিকাদেবী। এর পাশাপাশি দলীয় কর্মীদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন।
এবিষয়ে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানান, দলীয় নির্দেশ মেনে আজ মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত কর্মসূচি পালন করলাম।আজ এই এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বললাম। তাদের সমস্যার কথা জানবার চেষ্টা করলাম। সেই বুঝে আগামী দিনের প্রয়োজনীয় সমাধানে চেষ্টা করা হবে। পাশাপাশি দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারলাম।

error: Content is protected !!