গঙ্গারামপুরে ছেলে ধরা গুজব রুখতে আসরে নামলো প্রশাসন

গঙ্গারামপুর: ছেলে ধরা গুজবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলাজুড়ে। এমতো অবস্থায় সাধারণ মানুষজনকে সচেতন করতে জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করলো প্রশাসন। বৃহস্পতিবার গঙ্গারামপুর থানায় এদিনের এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,গঙ্গারামপুর ব্লকের যুগ্ম বিডিও মকশেদুর চৌধুরী,পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রায়,গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং গঙ্গারামপুর ব্লকের 11 টি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।

ছেলেধরা সম্পর্কে সাধারণ মানুষ জনকে সচেতন করতে এদিনের এই বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন প্রশাসন।প্রসঙ্গত গত কয়েকদিনে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ছেলেধরা সন্দেহে ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন মানুষজনকে মারধরের ঘটনা সামনে এসেছে।

যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি গঙ্গারামপুর ব্লক ও শহর জুড়ে। এ মতো অবস্থায় সাধারণ মানুষজনকে সচেতন করতে বৃহস্পতিবার গঙ্গারামপুর থানায় বিশেষ বৈঠকের আয়োজন করলো প্রশাসন।

error: Content is protected !!