বিএসএফ কর্মীর অস্বাভাবিক মৃত্যু, গ্রামে ফিরলো মৃত বিএসএফ কর্মীর নিথর দেহ

মালদাক: বিএসএফ কর্মীর অস্বাভাবিক মৃত্যু, গ্রামে ফিরলো মৃত বিএসএফ কর্মীর নিথর দেহ। মালদার মানিকচক ব্লকের ধরমুটোলা গ্রামে দেহ গ্রামে ফিরতেই কান্না ভেঙে পরিবার থেকে শুরু করে আত্মীয় পরিজনরা।জানাগেছে গেছে মৃত ওই বিএসএফ কর্মীর নাম দেবনাথ মন্ডল। ১২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান ছিলেন তিনি। মালদার আলিপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বর্তমানে তিনি কর্মরত ছিলেন।জানাগেছে, গত শুক্রবার রাতে বিএসএফ ক্যাম্পের পাশেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এই বিএসএফ কর্মী।

তার সহকর্মীরা জানিয়েছেন, সমস্ত কিছু ঠিকঠাক ছিল সেদিন।তিনি ডিউটির সময় শেষ হওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান। কিন্তু ক্যাম্পের ঠিক পাশেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যা করেছে বলেই জানিয়েছেন তার সহকর্মীরা।এদিন গ্রামে দেহ ময়নাতদন্তের পর পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজনরা। কি কারনে আত্মহত্যা কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবার সহ সহকর্মীরা।ঘটনাই দেহ যথাযথ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানায় বিএসএফ।গান সেলুট দিয়ে দেহ সৎকার্য করা হয় মথুরাপুর শ্মশানে। বিএসএফ কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

error: Content is protected !!