নির্দিষ্ট কক্ষে পৌঁছল আদিত্য L-1

নিউজ ডেক্স: ভারতের প্রথম সৌর গবেষণা যান আদিত্য L-1, আজ বিকেল চারটে নাগাদ নির্দিষ্ট কক্ষে পৌঁছেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, সূর্যের কাছে এল ওয়ান পয়েন্টের Halo Orbit-এ প্রবেশ করেছে আদিত্য L-1। আগামী পাঁচ বছর সেখানেই থাকবে সৌরযানটি। সংগ্রহ করবে নানা তথ্য। সূর্যের পারিপার্শ্বিক ও চৌম্বক ক্ষেত্রের পরীক্ষা চালাবে। সূর্যের কাছে ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার। গত চার মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্য L-1।

error: Content is protected !!