হিলিতে ১২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করল বিএসএফ,ঘটনায় গ্রেপ্তার ১

হিলি: গোপন সূত্রে খবর পেয়ে ১ টি সাপের বিষের জার উদ্ধার করল ৬১ ব্যাটিলিয়নের জওয়ান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হিলি থানার ভীমপুর সীমান্তে। বিএসএফ সূত্রে জানা গেছে, এদিন সকালে বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা একটি সাপের বিষের জার হিলির ভীমপুর সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করে। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের জওয়ান পুরো এলাকায় তল্লাসি শুরু করে। তাতে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাসি করতেই ব্যাগে একটি সাপের বিষের জার বিএসএফ উদ্ধার করে। বিএসএফ সূত্রে খবর উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। উদ্ধার করে বিএসএফ সাপের বিষের জার টি বালুরঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। জারে আদতে সাপের বিষ রয়েছে কিনা তা যাচাই করতে ল্যাবে পাঠানো হবে বলে সূত্রে জানা গেছে। হিলি সীমান্ত দিতে বাংলাদেশ থেকে সাপের বিষ দেদার হারে পাচার হয়ে থাকে। সাপের বিষ উদ্ধার হতেই পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে গোয়েন্দারা অনুমান করছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, বিএসএফ ও বন দপ্তর।

বালুরঘাট বন দপ্তরের রেঞ্জার সুকান্ত ওঝা বলেন, বিএসএফ আমাদের হাতে একটি সাপের বিষের জার তুলে দিয়েছে। যার বাজার মূল্য ১২ কোটি টাকা। পুরো ঘটনাত তদন্ত শুরু করা হয়েছে।

error: Content is protected !!