রক্তাক্ত জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে
রায়গঞ্জ: রক্তাক্ত জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়ার সৎসঙ্গ স্কুলের পেছনে। মৃত ওই ব্যাক্তির নাম তপন দে ( ৫৪), অপর জনের নাম জানাতে পারেনি পুলিশ। তপনবাবু PHE দপ্তরে কর্মরত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গর্ভামেন্ট ও মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়ার বাসিন্দা তপন দে সে তার মেয়ে তানিয়ার সাথে থাকতেন। মা সুলেখা দে দুবছর আগে তাদের ছেড়ে চলে যায় কলকাতায়। শনিবারে তপন দের বন্ধু রতন তার বাড়িতে আসেন। তপরবাবুর সাথে অন্য আরেকজন ছিলেন তার নাম জানাতে পারেনি পুলিশ। কিছুক্ষণ পরে রতনকে বাড়ির থেকে বের হতে দেখে স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি তপনবাবুর বাড়িতে ঢুকে দেখেন তপনবাবু ও আরেকজনের রক্তাক্ত মৃতদেহ পরে রয়েছে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। রক্তাক্ত মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গর্ভামেন্ট ও মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কিছুক্ষনের পরে ছুটে আসেন রায়গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা। এই ঘটনায় রতনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।