বই প্রকাশ অনুষ্ঠান ও সাহিত্যবাসর অনুষ্ঠিত হলো তপনে

তপন: তপনের পাঠশালা পত্রিকার উদ্যোগে বই প্রকাশ অনুষ্ঠান সহ বিশেষ সাহিত্যবাসর অনুষ্ঠিত হল শুক্রবার। তপনের রাজপুরে বিশেষভাবে সক্ষম সাহিত্যপ্রেমী কনিকা বর্মণের একক কাব্যগ্রন্থ “মুহূর্তের প্রতীক” এবং তপনের পাঠশালা পত্রিকার ভাষা দিবস সংখ্যার সেরা লেখকদের সম্মানিত করা হয়।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপনের পাঠশালা পত্রিকার সম্পাদক সত‍্যব্রত ধর, সভাপতি পরেশচন্দ্র দাস, অনুষ্ঠানের সভাপতি অশোক কুমার দাস, নির্ময়া গ্রুপ অফ স্কুলের কর্ণধার অলক সরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অমিতা দত্ত এবং সুজন ঘোষ।

এই বই প্রকাশ অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন রিপ্লাই রায়, সৌভিক ধর এবং পূজা সরকার।পত্রিকার তরফ থেকে আবৃত্তি শিল্পী কৃষ্ণেন্দু সাহাকে সম্মাননা দেওয়া হয়।
প্রাসঙ্গিক সাহিত্য বিষয় নিয়ে আলোচনা করেন ড. বাপা সূত্রধর ও অধ্যাপক গোষ্ঠ বর্মন।

এ বিষয়ে সাহিত্যিক কণিকা বর্মন জানান, সাহিত্যের রচনায় আমার জীবনে বাচবার মূল রসদ।যতদিন বাঁচব তত দিন সাহিত্য চর্চা করব।

এবিষয়ে তপনের পাঠশালা পত্রিকার সম্পাদক সতব্রত ধর জানান, তপনের মতো প্রান্তিক এলাকায় সাহিত্য চর্চাকে সম্প্রসারিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

error: Content is protected !!