মমতার হরিরামপুরের সভানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ সুকান্ত

নিউজ ডেক্স: রাত পোহালেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে হরিরামপুরের নির্বাচনের সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মমতার নির্বাচনী সভাস্থল নিয়ে তৈরি হল বিতর্ক।নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইডলাইনকে না মেনে হরিরামপুরে হাসপাতালের ১০০ মিটারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।ইতিমধ্যে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুকান্ত মজুমদার।

এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, নির্বাচনী নির্দিষ্ট আচরণবিধিকে উপেক্ষা করে হরিরামপুরে সরকারি হাসপাতালের ১০০ মিটারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা হচ্ছে। যা আইনত অবৈধ। এনিয়ে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে।প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আবেদন জানিয়েছি।

এবিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, সুকান্ত বাবুর কাছে সঠিক তথ্য নেই। নির্বাচনী সভাস্থল ১০০ মিটারের বাইরেই রয়েছে। সুকান্ত মজুমদার নির্বাচনে পরাজিত হবেন বলেই এখন এসব ভুলভাল বকছে।

error: Content is protected !!