৭০ কিমি পাড়ি দিয়ে রক্ত দান করলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবক।

গঙ্গারামপুর: ঘড়ির কাটায় তখন রাত ৯টা।একজন মায়ের রক্তে প্রয়োজন।যেমন শোনা, তেমন কাজ। *Emargency Blood Service নামক স্বেচ্ছাসেবীর কাছে খবর আসে রায়গঞ্জ উপশম নার্সিং হোমে ভর্তি থাকা এক মায়ের জন্য জরুরি অবস্থায় বিরল গ্রুপ AB Negative গ্রুপের রক্তের প্রয়োজন। তৎক্ষণাৎ ইবিএস এর পক্ষ থেকে অতীশ সরকার* রাজি হন রক্ত দিতে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ৭০কিমি পথ অতিক্রম করে রায়গঞ্জ ব্লাড ব্যাংকের উদ্দেশে রওনা হন ইবিএস এর সদস্য।

ই সংগঠনের অন্যতম সদস্য অনিকেত ,সোমনাথ ও জয়দেব ।

রাত দেড়টা নাগাত রক্তদান সম্পূর্ণ হয়।অবশেষে রোগীর বাড়ির লোক স্বস্তির নিশ্বাস ফেলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।

error: Content is protected !!