ব্রাজিলের জি-২০ রাষ্ট্রের শিক্ষামন্ত্রীদের সম্মেলনের দেশের হয়ে প্রতিনিধিত্ব সুকান্ত মজুমদারের।
নিউজ ডেক্স: সম্প্রতি সুদূর ব্রাজিলের জি-২০ গোষ্ঠী অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির শিক্ষা মন্ত্রীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলে আয়োজিত এই জি-২০ গোষ্ঠী অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির শিক্ষামন্ত্রীদের সম্মেলনে ভারতের জাতীয় শিক্ষানীতি, সাম্প্রতিক শিক্ষাগত অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং দক্ষতা বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা
বালুরঘাট লোকসভা কেন্দ্রেরসাংসদ ডঃ সুকান্ত মজুমদার।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পর দ্বিতীয় বাঙালি হিসেবে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করছেন ড: সুকান্ত মজুমদার।মূলত, দেশের শিক্ষাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই সম্মেলন। পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরের থেকে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করায় খুশি জেলাবাসী সহ বঙ্গবাসী।