নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মা, হাসপাতালেই ফেলে রেখে গেলেন নবজাতকে

রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের ডালখোলায় সন্তান প্রসব করেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা।এরপর গত ৪ ফেব্রয়ারী মা সহ ওই নবজাতককে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিকেলে।কিন্তু ভর্তির এক সপ্তাহ পর হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান মা।এরপর হাসপাতালে রেখে ওই শিশু কন্যাটিকে চিকিৎসা ও দেখভাল করেন হাসপাতালে। শিশুটি সুস্থ হতেই এরপর আজ শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।এদিন এই শিশুটিকে শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে স্পেশাল অ্যাডপ্ট এজেন্সির হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেলের সহকারী সুপার অভিক মাইতি।এদিন শিশু কন্যাটিকে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দিলেও মন ভারাক্রান্ত হয়ে যায় রায়গঞ্জ মেডিকেলের আদিকারিকদের।তবে শিশুটির আগামীতে উজ্জ্বল ভবিষৎএর কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সহকারী সুপার অভিক মাইতি।এদিন শিশু কল্যাণ সমিতির নির্দেশে শিশুটিকে নিতে রায়গঞ্জ মেডিলেকে আসেন স্পেশাল অ্যাডপশন এজেন্সি।

error: Content is protected !!