বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার ভারতের মাটিতে

বালুরঘাট, ১৮ মার্চ: বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার ভারতের মাটিতে। শনিবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের সানাপাড়া বিওপির বাংলাদেশ সীমান্ত এলাকায় ২১ টি বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার করেছে বিএসএফ। জানা গিয়েছে, ওই পাসপোর্ট গুলি ভারত থেকে বাংলাদেশে পার করা হচ্ছিল। পাসপোর্ট এর সাথে ২৬ বোতল ফেন্সিডিলও উদ্ধার হয়েছে।

শনিবার বিএসএফ ওই বাজেয়াপ্ত পাসপোর্ট বালুরঘাট থানার পুলিসের হাতে তুলে দিয়েছে। কি কারণে ওই পাসপোর্ট পাচার করা হচ্ছিল এবং কোথা থেকে তা আনা হয়েছিল, তা নিয়ে ধন্ধে বিএসএফ। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ। এই চক্রে আর কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা জানিয়েছেন।

error: Content is protected !!