হাটে বাজার করতে গিয়ে নিখোঁজ যুবক, ফোনে মুক্তিপণ চেয়ে হুমকি

বালুরঘাট, ১১ জুন : হাটে বাজার করতে গিয়ে নিখোঁজ যুবক, ফোনে মুক্তিপণ চেয়ে হুমকি। লিখিত অভিযোগের পরেও হেলদোল নেই পুলিশের। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রবিবার সকাল থেকেই এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের হিলি থানার মুরালিপুর এলাকায়। বিক্ষোভকারীদের তরফে এই ঘটনা নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। জানা গেছে কুঞ্জডুঙ্গির বাসিন্দা সন্তু মন্ডল (২০) নামে ওই যুবক মঙ্গলবার রাতে স্থানীয় ত্রিমোহিনী হাটে গিয়েছিল বাজার করতে। তারপর থেকেই আর বাড়ি ফেরেনি ওই যুবক। এরপরেই ঘটনা জানিয়ে পরিবারের লোকেরা হিলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে দুকোটি টাকা মুক্তিপণের দাবি জানিয়ে হুমকি ফোন পরিবারের কাছে আসতেই থানার দ্বারস্থ হন পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। কিন্তু এরপরেও পুলিশ নিস্ক্রিয় থাকায় এদিন হিলি বালুরঘাট ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাদের দাবি, পুলিশ সুপার যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না ঘটাবে ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে এই আন্দোলন।

error: Content is protected !!