হলুদ বসন্তের রং কখনও ফিকে হয় না…… সুবোধ দে

সুবোধ দে

 

সরস্বতী পুজা :  সোমা আমাদের স্কুলের সরস্বতী মূর্তির সামনে আলপনা দিচ্ছে, আমি সেখানে এসে দাঁড়াতেই পল্লবী কোনুই দিয়ে সোমাকে ঠেলে আমার উপস্থিতির কথা জানালে।এক ঝলক আমাকে ঘাড় ঘুরিয়ে দেখে আবার হাসি মুখে আলপনা আঁকায় মন দিল। আমার পা কে যেন আঠা দিয়ে আটকে দিয়েছে। আমি সোমার আঁকা দেখছিলাম না সোমাকে,তা বলা বেশ কঠিন ছিল।এত বছর আগের ঘটনা হুবহু মনে না থাকলেও এ-টুকু মনে আছে ক্লাস ইলেভেনের বান্ধবীর প্রতি মুগ্ধতা তখন আমার খুব স্বাভাবিক ছিল ।কিছুক্ষণ পর সোমা বলল,তুই দাঁড়িয়ে না থেকে হাত লাগালেও তো পারিস । ওর গায়ের গন্ধ পাওয়ার জন্য বিনা বাক্যব্যয়ে হাঁটু মুড়ে বসে পড়ি সোমার পাশটিতে।তারপর কতক্ষণ সময় ধরে আমরা আলপনা এঁকেছিলা আজ আর মনে নেই, শুধু মনে আছে সদ্য স্নান সেরে আসা কিশোরী বান্ধবীর গায়ের সুবাস নাকে লেগে আছে আজও। এই দৃশ্যপট ক’য়েক যুগ আগের হলেও মনে হয় বুঝি,হলুদ বসন্তের রং কখনও ফিকে হয় না।তার উজ্জ্বলতা শাশ্বত জীবনের কথা বলে যা রয়ে যায় বছরের পর বছর।

error: Content is protected !!